মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন একটি সরকারী এ প্রতিষ্ঠানে ২টি উইং, ২টি বিভাগ, প্রশাসন, কার্টোগ্রাফী, ডাটা প্রসেসিং অ্যান্ড স্ট্যাটিস্টিকেল এন্ড আইসিটি এবং পাবলিকেশন অ্যান্ড রেকর্ড শাখাসহ ৯টি শাখা, ৭টি বিভাগীয় কার্যালয়, ৩৩টি আঞ্চলিক কার্যালয়, ৭টি ভিাগীয় গবেষণাগার, ১৬টি আঞ্চলিক গবেষণাগার এবং ২টি গবেষণা কেন্দ্র রয়েছে। পটুয়াখালী আঞ্চলিক কার্যালয় ১৯৮৫ সালে জেলা কার্যালয় হিসেবে যাত্রা শুরু করে। ২০২১ সালে এক প্রশাসনিক সংস্কারের মাধম্যে এসআরডিআই’র অন্যান্য জেলা কার্যালয়ের সাথে পটূয়াখারী জেলা কার্যালয়টিও আঞ্চলিক কার্যালয়ে রুপান্তরিত হয় যার প্রধান একজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও)। এছাড়া এখানে ১টি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (এসএসও) ও ২টি বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও) পদ রয়েছে। এই কার্যালয়ের কর্ম অধিক্ষেত্র পটুয়াখালী ও বরগুনা জেলায় বিস্তৃত।
ভিশনঃ
ভূমি ও মৃত্তিকা সম্পদের যুক্তিযুক্ত ও লাভজনক ব্যবহার নিশ্চিতকরণ এবং মৃত্তিকা পরিবেশ সুরক্ষা।
মিশন:
(১) মৃত্তিকা ও ভূমি সম্পদের ইনভেন্টরি তৈরী।
(২) ভূমি ও মৃত্তিকা সম্পদের সক্ষমতাভিত্তিক শ্রেণীবিন্যাস।
(৩) ভূমি ও মৃত্তিকা সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের জন্য সেবা গ্রহণকারীর উপযোগী
নির্দেশিকা, পুস্তিকা এবং সহায়িকা প্রণয়ন।
(৪) সমস্যাক্লিষ্ট মৃত্তিকা ব্যবস্থাপনা।
(৫) শস্য উৎপাদন বৃদ্ধির জন্য টেকসই পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা ।
অর্জনঃ
পটুয়াখালী ও বরগুনা জেলার সবগুলো উপজেলার ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা (উপজেলা নির্দেশিকা) এর ২য় সংস্করণের নবায়ন কার্যক্রম সম্পন্ন। ইতোমধ্যে ৩য় সংস্করণের উদ্দেশ্যে পর্য়াক্রমে পটুয়াখালী জেলার ৬টি উপজেলার মৃত্তিকা জরিপ কাজ সম্পন্ন হয়েছে এবং প্রতিবেদন প্রণয়নের কাজ শুরু হয়েছে।
পটুয়াখালী ও বরগুনা জেলার উপজেলাসমূহের মোট ৫০টি ইউনিয়নের ইউনিয়নভিত্তিক ভূমি, মাটি ও সার সুপারিশ সহায়িকা (ইউনিয়ন সহায়িকা) প্রণয়ন ও বিতরণ করা হয়েছে।
মৃত্তিকা উর্বরতা ও সুষম সার প্রয়োগ এবং লবণাক্তত মাটিতে ফসল চাষের জন্য উদ্ভাবিত প্রযুক্তিসমূহের এডাপ্টিভ ট্রায়াল পরিচালনা।
মৃত্তিকা উর্বরতা ব্যবস্থাপনা, মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার প্রয়োগ, জৈব সার প্রয়োগ এবং লবণাক্তত মাটি ব্যবস্থাপনা বিষয়ক কৃষক ও কৃষি কর্মীদের প্রশিক্ষণ।
শুস্ক মৌসুমে পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন নদ-নদীর পানির মাসওয়ারী লবণাক্ততা পরীবিক্ষণ ও প্রতিবেদন প্রণয়ন করা হয়।
মাটির উর্বরতা পরীবিক্ষণ ও প্রতিবেদন প্রণয়ন করা হয়।
উপজেলা নির্দেশিকার ভিত্তিতে ৫০০০ সার সুপারিশ কার্ড বিতরণ।
কোভিড-১৯ মেকাবেলায় ৫০০০ ফলদ, বনজ ও ওষুধি গাছ ও বিভিন্ন সবজি চার বিতরণ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS